Posts

Showing posts from April, 2022

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার নিয়ম এবং বাতিল আবেদন

 আমরা অনেকেই জাতীয় পরিচয়পত্রের আবেদন ভূল করে ফেলি এবং এই ভূল আবেদন এর সংশোধন হয়ে আসে না। এই ভূল আবেদন বাতিল করার নিয়ম আমরা ধাপে ধাপে দেখে নেই। প্রথম ধাপঃ আমাদের আবেদন টি বাতিল করতে আমাদের ১ম একটি আবেদন পত্র লিখতে হবে আমাদের স্থানীয় নির্বাচন কমিশন বরাবর যথা বরাবর নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন কমিশনের ঠিকানা বিষয়ঃ সংশোধন আবেদন বাতিলের জন্য আবেদন। জনাব সবিনয় প্রর্থনা এই যে, আমি ********* আমার জাতীয়পরিচয়পত্র নং***************** । গত ০৯ এপ্রিল, ২০২২ইং তারিখে আমি আমার জাতীয়পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু ভূল বশত আমার আবেদনটি যে বিষয়ে সংশোধনের জন্য আবেদন করিয়াছি তা না হয়ে অন্য আবেদন হয়েছে। যা আমার সংশোধিতই আছে। বর্তমান আবেদনটি গৃহীত হলে আমার জাতীয়পরিচয়পত্র টি পুনরায় সংশোধন করা লাগবে। তাই আমি অনুরোধ করছি আমার আবেদনটিকে বাতিল করে দিলে খুব উপকৃত হব।  আমাদের ইউটিউব চ্যানেলঃ https://youtube.com/channel/UCPxRx-SwxFKCExTaFznyzxg অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা এই যে, আমাকে আমার  সংশোধন আবেদনটি বাতিল করে দিলে চির কৃতজ্ঞ থাকিব।              বিনীত জাতীয় পরিচয়পত্র ধারীর স্বাক্ষর জাতীয় পরিচয়প