জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার নিয়ম এবং বাতিল আবেদন

 আমরা অনেকেই জাতীয় পরিচয়পত্রের আবেদন ভূল করে ফেলি এবং এই ভূল আবেদন এর সংশোধন হয়ে আসে না। এই ভূল আবেদন বাতিল করার নিয়ম আমরা ধাপে ধাপে দেখে নেই।

প্রথম ধাপঃ আমাদের আবেদন টি বাতিল করতে আমাদের ১ম একটি আবেদন পত্র লিখতে হবে আমাদের স্থানীয় নির্বাচন কমিশন বরাবর যথা

বরাবর

নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচন কমিশনের ঠিকানা

বিষয়ঃ সংশোধন আবেদন বাতিলের জন্য আবেদন।

জনাব

সবিনয় প্রর্থনা এই যে, আমি ********* আমার জাতীয়পরিচয়পত্র নং***************** । গত ০৯ এপ্রিল, ২০২২ইং তারিখে আমি আমার জাতীয়পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু ভূল বশত আমার আবেদনটি যে বিষয়ে সংশোধনের জন্য আবেদন করিয়াছি তা না হয়ে অন্য আবেদন হয়েছে। যা আমার সংশোধিতই আছে। বর্তমান আবেদনটি গৃহীত হলে আমার জাতীয়পরিচয়পত্র টি পুনরায় সংশোধন করা লাগবে। তাই আমি অনুরোধ করছি আমার আবেদনটিকে বাতিল করে দিলে খুব উপকৃত হব। 

আমাদের ইউটিউব চ্যানেলঃ https://youtube.com/channel/UCPxRx-SwxFKCExTaFznyzxg

অতএব,

মহোদয়ের নিকট প্রার্থনা এই যে, আমাকে আমার সংশোধন আবেদনটি বাতিল করে দিলে চির কৃতজ্ঞ থাকিব।

            বিনীত

জাতীয় পরিচয়পত্র ধারীর স্বাক্ষর

জাতীয় পরিচয়পত্র ধারীর নাম

জাতীয় পরিচয়পত্র নম্বর

মোবাইল নম্বরঃ 01********

দ্বিতীয় ধাপঃ এই ভাবে একটি আবেদন লিখে আবেদনটি স্বাক্ষর করে নিজে নির্বাচন কমিশনার এর নিকট নিয়ে গিয়ে জমা দিতে হবে। এবং তাকে বুঝিয়ে বলতে হবে।

তৃতীয় ধাপঃ তিনি কাগজটি জমা রাখবেন এবং আবেদনটি বাতিলের প্রক্রিয়া চালু করবেন।

চতুর্থ ধাপঃ আবেদনটি বাতিল হলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে (যেই নম্বর এর মাধ্যমে আবেদন করেছেন)। 

পঞ্চম ধাপঃ আপনি আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পারবেন আপনার আবেদনটি নেই এবং চাইলে পুনরায় আবেদন করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলঃ https://youtube.com/channel/UCPxRx-SwxFKCExTaFznyzxg

Comments

Popular posts from this blog

Create a Gmail account

Coruna Update 12 May, 2020